বিমানবন্দরে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানালেন জায়েদ খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩


বিমানবন্দরে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানালেন জায়েদ খান
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জায়েদ খান

আগস্টের শুরুতেই খবর চাউর হয়, ঢালিউডে অভিনয় করবেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার গণমাধ্যমকে এ নায়িকা জানিয়েছিলেন, সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে।


এবার সেই সিনেমায় কাজ করতে ঢাকায় এসে পৌঁছেছেন সায়ন্তিকা।  বুধবার (৩০ আগস্ট) একটি ফ্লাইটে ঢাকায় আসেন কলকাতার এই সায়ন্তিকা। এসময় তাকে ফুল দিয়ে স্বাগতম জানান আলোচিত অভিনেতা জায়েদ খান।


এর আগে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।


আরও পড়ুন: ‘নারী আটকায় জায়েদ খানে, জায়েদ আটকায় সুন্দরীতে’


জানা যায়, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। এ সিনেমায় সায়ন্তিকার সঙ্গে জায়েদ খানের অভিনয় করবেন। একটি সূত্রমতে, আজ থেকে কক্সবাজারে সিনেমাটির শুটিং শুরু হবে।


জেবি/এসবি