‘নারী আটকায় জায়েদ খানে, জায়েদ আটকায় সুন্দরীতে’


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩


‘নারী আটকায় জায়েদ খানে, জায়েদ আটকায় সুন্দরীতে’
জায়েদ খান

সম্প্রতি চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় আলোচনায় ‘নারী আসলে কিসে আটকায়?’ ধনী থেকে ক্ষমতাধর, সুদর্শন পুরুষরা যখন তাদের সঙ্গীদের আটকে রাখতে পারছেন না, তখনই এ প্রশ্নের অবতারণা। সাধারণ মানুষের পাশাপাশি এই আলোচনায়  যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও। এবার এর উত্তর দিলেন চিত্রনায়ক জায়েদ খান।


তিনি বলেন, “নারী আটকায় জায়েদ খানে আর জায়েদ আটকায় সুন্দরীতে। নারীরা তাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করেন না। করে শুধু ছেলেরা। কারণ ছেলেরা তাকে নিয়ে ঈর্ষা করে। আমি আগেই বলেছি, সুন্দরী নারীরা জায়েদ খানে আটকায়। এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে। এবার যুক্তরাষ্ট্রে গিয়ে আবারও তার প্রমাণ পেয়েছি। সব ছেলেরা আমার পোস্টে ব্যাড কমেন্টস করেছেন।”


আরও পড়ুন: গুরুতর অসুস্থ চিত্রনায়ক ওমর সানী


জায়েদ খান আরও বললেন, “এবার আমেরিকায় গিয়ে আমার বন্ধুরা বলেছে, তুমি শুধু ছেলে ফ্রেন্ডের সঙ্গে কথা বলবা। মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে বলবা না।” 


উল্লেখ্য, কয়েকদিন আগেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের পর এই ‘আটকানো’ বিষয়ক ট্রেন্ড চালু হয়।


জেবি/এসবি