হঠাৎ গুরুতর অসুস্থ শ্রীলেখা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩
হঠাৎ গুরুতর অসুস্থ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের সামাজিকমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করে জানালেন সেই কথাই।
সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ফেসবুকে লিখেছেন, “গোটা শহর এই আবহাওয়া ও মশার কবলে। মেয়ের ডেঙ্গু হয়েছিল এখন সেরে উঠছে। আমারও সবসময় খুব ক্লান্ত লাগছে এবং জ্বর জ্বর ভাব রয়েছে, সেই সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা। যদি এ ধরনের কোনো উপসর্গ আপনাদের থেকে থাকে তা হলে দয়া করে পরীক্ষা করিয়ে নিন।”
গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, “খুব মাথা যন্ত্রণা। কিছুক্ষণ পরেই ডেঙ্গু পরীক্ষা করতে আসবে। একদম ভালো লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না।”
আরও পড়ুন: বিমানবন্দরে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানালেন জায়েদ খান
শেষ কয়েক বছরে কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। এ ছাড়া নিজের পরিচালনায় অনেকটাই মন দিয়েছেন। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে।
আরও পড়ুন: প্রতিযোগিতা না থাকলে খেলে মজা পাওয়া যায় না: শখ
সম্প্রতি তার হিন্দি সিরিজ়ের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। মেয়ে দ্বাদশ শ্রেণির পড়া চুকিয়ে কলেজে গেলে তিনিও হয়তো মন দেবেন মুম্বাইয়ের কাজে। এ ছাড়া এ বছরই শেষ করেছেন তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’ ছবির কাজ।
জেবি/এসবি