একজনের সংবাদে অরেকজনের ছবি, জেবা জান্নাতের মামলার হুঁশিয়ারি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩
অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ আগস্ট) এই রায় দেয়া হয়। তবে কয়েকটি সংবাদমাধ্যমকে এ সংক্রান্ত খবরে জয়ার পরিবর্তে ছোটপর্দার অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করেছে।
এ নিয়ে ক্ষেপেছেন জেবা। কয়েকটি সংবাদমাধ্যমের খবরের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে জেবা লিখেছেন, “আমি জানি না কেন গণমাধ্যম আমার ছবি ব্যবহার করছে। আমি জেবা চৌধুরী না, আমি এসব নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করব। তারা কেন আমার ছবি ব্যবহার করবে, এটা একটা ক্রাইম।”
আরও পড়ুন: হঠাৎ গুরুতর অসুস্থ শ্রীলেখা
এ প্রসঙ্গে গণমাধ্যমকে জেবা জান্নাত বলেন, “যে নামে প্রতারণার অভিযোগ উঠেছে সে অন্য কেউ, আমি না। বিষয়টি ভুল বোঝাবুঝি হচ্ছে। সবাইকে অনুরোধ করব, ভালো করে খোঁজ নিয়ে সংবাদ ও ছবি প্রকাশ করার।”
জেবি/এসবি