বিরাট কোহলিকে নিয়ে যা বললেন বাবর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩


বিরাট কোহলিকে নিয়ে যা বললেন বাবর
ছবি: সংগৃহীত

বিরাট কোহলি নাকি বাবর আজম। এবারও তাদের উঠে এলো  তাদের প্রসঙ্গ। কদিন আগেই বিরাট কোহলি জানিয়েছিলেন, তিন ফরম্যাটেই বিশ্বের সেরা ব্যাটার পাকিস্তানি অধিনায়ক। এবার প্রশ্নটা ছুঁড়ে দেওয়া হলো বাবর আজমের কাছে। তবে উত্তরে তিনি জানালেন, বিরাটের জন্য শুধুই সম্মান আছে তার মনে। 

বাবরের সহজ মন্তব্য, “মানুষের কথা মানুষের উপর ছেড়ে দিন। যখন ক্রিকেট শুরু করেছি, তখন বিরাটের কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনূর্ধ্ব-১৯ এও আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার মনে হয়, পারস্পরিক সম্মান গুরুত্বপূর্ণ। সেটা বোধহয় সব দলের সব ক্রিকেটারের মধ্যেই আছে।”


আরও পড়ুন: ২০১৯ সালের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান


সম্মানের প্রসঙ্গে বাবরের মন্তব্য, “বিরাট কোহলির জন্য আমার কেবল সম্মানই আছে। সে আমার বড় আর আমি সবসময়ই তাকে সম্মান করি। যখন আমি খেলা শুরু করেছি, তখন তার সঙ্গে কথা বলেছি আর সাহায্য পেয়েছি। আমি জানি না বাইরের মানুষরা কী নিয়ে কথা বলছে আর সেসব ছড়িয়ে দিচ্ছে।”


আরও পড়ুন: লঙ্কান শিবিরে তাসকিন-শরিফুলের আঘাত


ভারতের বিপক্ষে ম্যাচের আগে চাপ আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বাবর বলেন, “এখানে বাড়তি কোনো চাপ নেই। হ্যাঁ, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই বেশি ইন্টেনসিটিতে হয় কিন্তু আমাদের অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমাদের কেবল নিজেদের শক্তির জায়গায় মন দিয়ে ভালো করতে হবে।”


জেবি/এসবি