ফাঁস দিয়ে জাবি ছাত্রীর আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩


ফাঁস দিয়ে জাবি ছাত্রীর আত্মহত্যা
জাবি শিক্ষার্থী কাজী সামিতা আশকা। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।


শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম কাজী সামিতা আশকা ওরফে নেহা। তার গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলায়।


আশকার সহপাঠী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভর্তির জন্য রেফার করেন। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসারা তাকে মৃত ঘোষণা করেন।


 সহপাঠী নাফিস ইকবাল বলেন, “খবর পেয়ে আমরা কয়েকজন আমবাগানে সামিতার বাসায় যাই। পরে কক্ষের দরজা ভেঙে রিকশায় করে জাবি মেডিকেলে নিই। মেডিকেল থেকে ডাক্তাররা এনামে রেফার করে। এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”


আরও পড়ুন: 'কেন ফেল করেন সাত কলেজের শিক্ষার্থীরা'


জাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. শামসুর রহমান বলেন, “রাত ৯টার দিকে সামিতার সহপাঠীরা তাকে চিকিৎসা কেন্দ্রে আনে। তখন তার কোন নিঃশ্বাস ছিল না। সাথে সাথে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমার কাছে মনে হচ্ছে, মেডিকেলে আনার আগেই মারা গেছে।”


আরও পড়ুন: শিথিল হচ্ছে ৭ কলেজের সিজিপিএ শর্ত


ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, “আমি ঢাকায় আছি। কিছুক্ষণ আগে কয়েকজন শিক্ষার্থী কল করে সামিতার ঘটনাটি বলে।  আশকার অনেক মেধাবী শিক্ষার্থী ছিল। ও কেন আত্মহত্যা করতে যাবে আমার বিশ্বাস হচ্ছে না।”


জেবি/এসবি