সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৮ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এডিস মশা নিধনের জন্য সিটি করপোরেশনের ওষুধ কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে।’
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দুর্নীতিই আ.লীগ সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,“স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন, কিট নিয়ে দুর্নীতির কথা প্রকাশ পেয়েছে। কোনো পরিকল্পনা নেই। অর্থনীতি ধ্বংসের দিকে চলে গেছে। আওয়ামী লীগ শুধু মেগা প্রকল্প দেখাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সমস্যা ও যানজট সৃষ্টি করছে।”
আরও পড়ুন: বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপির লাভ হবে না বললেন খাদ্যমন্ত্রী
ঢাকার দুই মেয়রের উদ্দেশ্যে তিনি বলেন, “দুই মেয়র জনগণের ভোটে নির্বাচিত না। এ জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা দুর্নীতি নিয়ে ব্যস্ত।”
আরও পড়ুন: আ.লীগ সরকারের কাছে গণতন্ত্র ও রাষ্ট্র নিরাপদ নয়: মির্জা ফখরুল
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং বিএনপি নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের
