গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিকে আর বৃত্তি দেওয়া হবে না: সচিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিকে আর বৃত্তি দেওয়া হবে না। প্রাথমিকে বৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেওয়া হবে। তবে কোন পদ্ধতিতে দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস কনফারেন্সে এ সব কথা বলেন তিনি।
সচিব ফরিদ আহাম্মদ বলেন, এ বিষয়ে কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন নিয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে, জানালো বোর্ড
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ প্রেস কনফারেন্স আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে প্রতিমন্ত্রী জাকির হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ
গণশিক্ষা সচিব বলেন, এ বিষয়ে কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন নিয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেবি/এসবি