শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩


শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

চলমান এশিয়া কাপের সুপার ফোরের পরের দুই ম্যাচ খেলতে ফের শ্রীলঙ্কায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল। 


বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কলম্বোয় পৌঁছান তারা। শহরের প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এছাড়াও ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষের ম্যাচও প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  


আরও পড়ুন: নিক পোথাস বললেন, পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের দল


শ্রীলঙ্কা ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৮ সেপ্টম্বর) সন্ধ্যা থেকে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এই শ্রীলঙ্কানদের কাছে হার মেনে এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ।


জেবি/এসবি