বাবিসাস এ্যাওয়ার্ডের থিম সং গাইলেন সংগীতশিল্পী এসকে সাগর শান
সাইফুল বারী
প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩
“আজওয়া বাবিসাস এ্যাওয়ার্ড” -এর ২২তম আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে এই এ্যাওয়ার্ড আসর অনুষ্ঠিত হয়। এতে থিম সং গেয়েছেন সংগীত শিল্পী এস কে সাগর শান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেল মন্ত্রী মজিবুল হক।
এবারের আজওয়া বাবিসাস এ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নাটক, চলচ্চিত্রের গুনী অভিনেত্রী ডলি জহুর, আলোকচিত্রশিল্পী চঞ্চল মাহমুদ ও দেশের প্রতিথযশা নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুনমুন আহমেদ।
এস কে সাগর শান বলেন, আমার এই ছোট্ট জীবনে এতো বড় একটি এ্যাওয়ার্ড পাওয়াটা আমার কাছে সত্যিই স্বপ্নের মতো মনে হচ্ছে। বাবিসাস সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই, যেন সামনে আরো ভালো ভালো গান উপহার দিতে পারি।
জেবি/এসবি