আলিয়া ভাটের ৭৬ লাখ টাকার প্রতারণা, গ্রেফতার সেই নারী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা শেঠি। অভিযোগ, আলিয়ার প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে তিনি আত্মসাৎ করেছেন প্রায় ৭৬ লাখ ৯০ হাজার টাকার বেশি।
তদন্তে জানা গেছে, আত্মসাৎ করা অর্থ তিনি পাঁচটি ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রাখেন এবং সেখান থেকে কিনেছেন বিলাসবহুল সামগ্রী। এর মধ্যে রয়েছে ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, দামি ফ্রিজ, আইফোন, আইপ্যাড এবং আরও নানা ইলেকট্রনিক পণ্য। জিজ্ঞাসাবাদে বেদিকা স্বীকার করেছেন, ওই অর্থে একটি বড় পার্টির আয়োজনও করেছিলেন তিনি।
আরও পড়ুন: ‘সরকার বরাবরের মতোই নীরব', মিটফোর্ডের ঘটনায় বাঁধনের ক্ষোভ
তবে শুধু আর্থিক প্রতারণাই নয়, আরও গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আলিয়ার আসন্ন সিনেমা ‘জিগরা’র চিত্রনাট্য ফাঁসের চেষ্টা এবং অভিনেত্রীর পারিবারিক ভ্রমণ পরিকল্পনার তথ্য আমেরিকার এক বাসিন্দার কাছে পাচার করার বিষয়েও তদন্ত চলছে। এসব তথ্য গোপনীয় হওয়ায়, গোপনতা ভঙ্গের অভিযোগে আলাদা মামলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার ব্যাঙ্গালুরু থেকে আটক করা হয় বেদিকাকে। এরপর বৃহস্পতিবার তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন বেদিকা।
এসডি/