কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩


কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক
পুত্র মায়ানের সঙ্গে মুশফিক দম্পতি। - ফাইল ছবি

দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে দেশে দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম।   অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। 


সোমবার (১১ আগস্ট) সকালেই দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন মুশফিক। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।


কন্যা সন্তানের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে এক পোস্টে মুশফিক, তিনি লিখেছেন লেখেন, “সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।”


আরও পড়ুন: অবশেষে স্পেনের ফুটবল প্রধানের পদত্যাগ


এর আগে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান।


জেবি/এসবি