‘পুষ্পা টু’ মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩


‘পুষ্পা টু’ মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা
‘পুষ্পা ২’ সিনেমার পোস্টার

অনেক অপেক্ষার সমাপ্তি শেষে  দক্ষিণী ছবির সুপার স্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। 


সোমবার (১১ সেপ্টেম্বর) ছবিটির নতুন একটি পোস্টার পোস্ট করে মুক্তির তারিখ ঘোষণা করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স।


প্রকাশিত পোস্টের দেখা যায়, চেয়ারে বসে আছেন আল্লু অর্জুন। তার হাতের আঙুলে শোভা পাচ্ছে কয়েকটি আংটি। কিন্তু সেসব আঙুলে লেগে আছে রক্ত। পোস্টারের উপরে লেখা— “১৫ আগস্ট, ২০২৪”। পোস্টারের ক্যাপশনে লিখেছে, “২০২৪ সালের ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা টু’।”


আরও পড়ুন: বাউল সম্রাট শাহ আবদুল করিমের প্রয়াণ দিবস


এর আগে সুকুমার পরিচালিত ‘পুষ্পা’-এর প্রথম খণ্ড ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন- ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।


আরও পড়ুন: নতুন লুকে শাকিব খান


‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ ছবিটি জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।


বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি।


জেবি/এসবি