বলিউডে অভিষেক সঞ্জয় কন্যা সানায়ার

অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরের বলিউডে অভিষেক নিয়ে অনেক দিন ধরেই চলছিল জল্পনা । অবশেষে শানায়ার অভিষেক চলচ্চিত্রের ঘোষণা দিলেন করণ জোহর।...
বিজ্ঞাপন
অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরের বলিউডে অভিষেক নিয়ে অনেক দিন ধরেই চলছিল জল্পনা ।
অবশেষে শানায়ার অভিষেক চলচ্চিত্রের
ঘোষণা দিলেন করণ জোহর।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে
এক টুইটে সিনেমাটির পোস্টার শেয়ার করে এই প্রযোজক বলেন‘‘বেধড়ক’ সিনেমায়
নিমৃত চরিত্রে অভিনয় করবেন গর্জিয়াস শানায়া কাপুর। এক মোহময়ী শক্তির সন্ধান, শানায়া
যে শক্তি পর্দায় প্রদর্শন করবে তা দেখার অপেক্ষায় রয়েছি।’’
বিজ্ঞাপন
![Shanaya Kapoor Photos [HD]: Latest Images, Pictures, Stills of Shanaya Kapoor - FilmiBeat](https://www.filmibeat.com/ph-big/2021/08/shanaya-kapoor_16295234354.jpg)
শানায়া তার ইনস্টাগ্রামে সিনেমাটির
পোস্টার শেয়ার করে বলেন, ‘‘শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বেধড়ক’ সিনেমায়
যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। এই যাত্রা শুরুর জন্য আমার তর সইছে না। আপনাদের দোয়া ও
ভালোবাসা প্রয়োজন।’’
বিজ্ঞাপন

এ সিনেমা পরিচালনা করবেন শশাঙ্ক
খৈতান। শানায়ার পাশাপাশি এ সিনেমার মাধ্য আরো দুই তরুণ অভিনেতার অভিষেক হতে যাচ্ছে।
তারা হলেন—লক্ষ্য
এবং গুরফতেহ পিরজাদা। এতে করন চরিত্রে দেখা যাবে লক্ষ্যকে আর অঙ্গদ চরিত্র রূপায়ন করবেন
গুরফতেহ। তবে কবে নাগাদ শুটিং শুরু হবে এ বিষয়ে কিছু জানাননি প্রযোজক করন।
বিজ্ঞাপন
ওআ/








