৫০০ কোটির ঘর ছাড়াল জওয়ান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮:৩৫ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩
‘পাঠান’র পর এবার বিশ্বব্যাপী ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির ৫ দিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমা।
শাহরুখ খানের এই সিনেমা বলিউডের এ বছরের তৃতীয় ছবি, যেটি ৩০০ কোটি অতিক্রম করল। ভারতীয় গণমাধ্যমের খবর জানিয়েছে, ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৫২০.৭৯ কোটি টাকা আয় করেছে জওয়ান।
কিং খানের এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটি মুক্তি পায় বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর)। শুরুতেই পাঠানের রেকর্ডও ভেঙে দেয় 'জওয়ান।' বলিউডে এর আগে ওপেনিংয়ে রেকর্ডটি ছিল পাঠানের দখলে। প্রথম দিনে ৫৭ কোটি আয় করেছিল জওয়ান। সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির গণ্ডি ছোঁয় জওয়ান।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে হিরো আলম, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলেন টুঙ্গিপাড়া
তথ্য অনুসাযায়ী, জওয়ান ভারতে পঞ্চম দিনে সকল ভাষায় ৩০ কোটির ব্যবসা করেছে। জওয়ান প্রথম দিনে ৭৫ কোটি (হিন্দি: ৬৫.৫ কোটি, তামিল: ৫.৫ কোটি এবং তেলেগু: ৪ কোটি) উপার্জন করেছে। দ্বিতীয় দিনে ৫৩.২৩ কোটি (হিন্দি: ৪৬.২৩ কোটি, তামিল: ৩.৮৭ কোটি, তেলেগু: ৩.১৩ কোটি)। তৃতীয় দিনে ৭৭.৪৩ কোটি (হিন্দি: ৬৮.৭২ কোটি, তামিল: ৫.৩৪ কোটি, তেলেগু: ৩.৭৭ কোটি) এবং দিনে ৮০.১ কোটি (হিন্দি: ৭১.৬৩ কোটি; তামিল: ৫ কোটি; তেলেগু: ৩.৪৭ কোটি) চার এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট সংগ্রহ ৩১৬.১৬ কোটি।
আরও পড়ুন: ফিরলেন মাহিয়া মাহি
‘পাঠান’র পর এবার বিশ্বজুড়ে ঝড় তুলেছে শাহরুখের ‘জওয়ান’। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরই রীতিমতো বক্সঅফিস কাঁপাচ্ছে শাহরুখ অভিনীত এই সিনেমা। বক্স অফিসে প্রথম দিনেই ৩০০ কোটির ঘর ছাড়িয়েছে ‘জওয়আন’।
জেবি/এসবি