Logo

নলছিটিতে ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

profile picture
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:৫৮
32Shares
নলছিটিতে ভোটার হতে এসে রোহিঙ্গা আটক
ছবি: সংগৃহীত

নলছিটি থানা পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যায়

বিজ্ঞাপন

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে নুরুল ইসলাম নামে এক  রোহিঙ্গা  যুবক আটক হয়েছে। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল  ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা।

বিজ্ঞাপন

পুলিশ জানান, মঙ্গলবার বিকেলে ওই যুবক  উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। এক পর্যায়ে তার সাথে কথা বলে ধারণা করা হয় সে রোহিঙ্গা।পরে জিজ্ঞেসবাদে তিনি নিজেই স্বীকার করেছে  রোহিঙ্গা। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম জানান, রমজান মাসে যে কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে বের হয়। পরে  সাইফুল ইসলাম তোতা  নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হতে চাইছিলাম। 

বিজ্ঞাপন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন,এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে । এ ঘটনায় নলছিটি থানায় একটি মামলা দাযের করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

আরএক্স/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD