প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩


প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই
সোহানুর রহমান সোহান - ফাইল ছবি

স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন ঢালিউডের বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান।


বুধবার (১৩ আগস্ট) আনুমানিক সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।


গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত।


কাজী হায়াত বলেন, “সোহানুর রহমান সোহান মারা গেছেন, এটা সত্য। স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। উত্তরার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। আমি শুটিং স্পট থেকে উত্তরায় যাচ্ছি।”


আরও পড়ুন: ডিবি কার্যালয়ে ডালভাত খেয়ে যা বললেন হিরো আলম


এর আগে গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা গেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর একদিন পরেই মারা গেলেন সোহানুর রহমান সোহান।


কাজী হায়াত বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, “গতকাল মঙ্গলবার সোহানুর রহমান সোহানের স্ত্রী ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন। এই শোক সম্ভবত সহ্য করতে পারেননি।”


আরও পড়ুন: 'শোলে' খ্যাত জনপ্রিয় অভিনেতা বীরবল আর নেই


সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)।

এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।


এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।


জেবি/এসবি