মোহাম্মদপুরে কৃষি মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩


মোহাম্মদপুরে  কৃষি মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন পৌনে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।


বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 


ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, বাহিনীর ১৭টি ইউনিট বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


এর আগে,  ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন: সাইবার নিরাপত্তা বিল পাস


গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ।


তিনি বলেন, “আগুন লাগার খবর পেয়ে রাত ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি”


আরও পড়ুন: বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে: প্রধানমন্ত্রী


আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। ফায়ার সার্ভিসকে সহায়তা করতে যোগ দেয় নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। এর আগে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া বিজিবি, পুলিশ ও র‌্যাব সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।


জেবি/এসবি