স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন নির্মাতা সোহান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩
বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের মরদেহ টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা চলচিত্রের খ্যাতিমান এই পরিচালককে।
তার জানাজার নামাজে জাতী পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যাবার আগে মিথ্যা অপবাদ দিয়ে গেলেন সোহান আঙ্কেল: শাবনূর
এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান।
আরও পড়ুন: নির্মাতা সোহানের মৃত্যুতে যা বললেন শাকিব খান
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন স্বজন ও এলাকাবাসী।
জেবি/এসবি