বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সিরাজের তাণ্ডবে ৫০ রানেই থেমে গেল শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক
🕐 প্রকাশ: ০৫:৫৮ পিএম, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে ভারতের বিপক্ষে ৫০ রানেই থেমে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা।  শিরোপা জয়ের জন্য ভারতকে করতে হবে মাত্র  ৫১ রান।


রবিবার (১৭ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের অগ্নিঝরা বোলিংয়ে বীভৎস শুরু পায় লঙ্কানরা। এদিন ভারতের এই পেসার যেন লঙ্কানদের জন্য অতিমানবীয় হয়ে দাঁড়িয়েছিল। সিরাজের ৬ উইকেটে ১৫.২ ওভারে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 


এদিন নির্ধারিত সময়েই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এরপরই নামে বৃষ্টি। ফলে ৪০ মিনিট বিলম্বে সাড়ে তিনটার ম্যাচটি বিকেল ৪টা ১০ মিনিটে শুরু হয়।


আরও পড়ুন: ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা


শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কারা। বুমরাহর করা ইনিংসের তৃতীয় বলেই ব্যক্তিগত শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার কুশাল পেরেরা। এরপর দলের হাল ধরতে পারেননি পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভার ও দাসুন সানাকাদের কেউই। ৬ ওভার শেষ না হতেই প্যাভিলিয়নে ফিরে গেছেন এই ছয় ব্যাটসম্যান। এরপর কুশল মেন্ডিস ও দুনিথ ওয়েলালাগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সিরাজের তোপে সেটি হয়নি। লঙ্কানদের লেজটা মুড়ে দেন পান্ডিয়া।


জেবি/এসবি

‘কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না’


ক্রীড়া ডেস্ক
🕐 প্রকাশ: ০৫:৩১ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে।  যেখানে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের স্থান না পাওয়া। 


নির্বাচকদের ব্যাখ্যা- চোটের কারণে এ অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি।


এদিকে গুঞ্জন রটেছে,  তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না- এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে,  ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন তামিম।


আরও পড়ুন: বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা


তিনি বলেন, “কেউ কেউ বলছে, আমি নাকি বলেছি ৫ ম্যাচের বেশি খেলব না। এটা মিথ্যা। আমি কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না।”


জেবি/এসবি 

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা


ক্রীড়া ডেস্ক
🕐 প্রকাশ: ০৫:১৬ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। তার আগে বিমানবন্দরে ফটোসেশনে অংশ নেন টাইগাররা।


এবারের বিশ্বকাপে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তাকে ছাড়াই সিনিয়র-জুনিয়রের কম্বিনেশনে দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  দলের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচরাও ছিলেন। তবে চমক হয়ে এসেছে ওপেনার লিটন দাসের অনুপস্থিতি। দলের সঙ্গে ফটোসেশনে দেখা যায়নি লিটনকে। তবে কী কারণে তিনি ফটোসেশনে অংশ নেননি তা জানা যায়নি। যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।


আরও পড়ুন: একনজরে জেনে নিন বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড


আগামী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।


আরও পড়ুন: নিরবতা ভাঙলেন তামিম, ভিডিও বার্তায় খোলাসা করবেন সব


বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:


লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।


জেবি/এসবি

একনজরে জেনে নিন বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড


ক্রীড়া ডেস্ক
🕐 প্রকাশ: ০১:০৩ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে  বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ওয়ানডে বিশ্বকাপ। অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে শেষ দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।


আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সব শেষ দল হিসেবে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে সামাজিকমাধ্যম ফেসবুক ফ্যানপেজে বিশ্বকাপ স্কোয়াডের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভিডিও বার্তায় অভিনব পদ্ধতিতে বিশ্বকাপের জার্সি উন্মোচন ও একে একে দলের নাম ঘোষণা করা হয়। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটার তাদের জার্সি প্রদর্শন করেন এবংনিজের অভিমত ব্যক্ত করেন। সবার আগে নিজের জার্সি প্রদর্শন করেন ক্যাপ্টেন সাকিব আল হাসান, সব শেষে মাহমুদুল্লাহ রিয়াদ। তবে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মেলেনি দেশসেরা ওপেনার তামিম ইকবালের।


এক নজরে দেখে নিন বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড:


বাংলাদেশ স্কোয়াড:


সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।


ভারত স্কোয়াড:


রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ।


পাকিস্তান স্কোয়াড:


বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী।


রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, জামান খান।


অস্ট্রেলিয়া স্কোয়াড:


প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।



ইংল্যান্ড স্কোয়াড:


জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।


নিউজিল্যান্ড স্কোয়াড:


কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।


নেদারল্যান্ডস স্কোয়াড:


স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বিক্রমজিত সিং, কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লেইন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে, তেজা নিদামানুরু, ম্যাক্স ও'দাউদ ও সাকিব জুলফিকার।



দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:


টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, আন্দিলা ফেহলুকওয়ায়ো, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।


শ্রীলঙ্কা স্কোয়াড:


দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।


রিজার্ভ খেলোয়াড়: চামিকা করুনারত্নে


আফগানিস্তান স্কোয়াড:


হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আব্দুল রহমান ও নাভিন উল হক।


জেবি/এসবি

নিরবতা ভাঙলেন তামিম, ভিডিও বার্তায় খোলাসা করবেন সব


ক্রীড়া ডেস্ক
🕐 প্রকাশ: ১২:২১ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

তামিম ইকবাল - ফাইল ছবি

আসছে বিশ্বকাপের দলে জায়গা হয়নি বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা গণমাধ্যমকে জানায়, তামিমই বিশ্বকাপ দলে থাকতে চাননি।


আর আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “ইনজুরি কনসার্ন থেকেই তামিমকে দলে রাখা হয়নি। তবে ক্রিকেট প্রেমী ও তামিম ভক্তদের দাবি ছিল, এই ঘটনার পেছনে আছে ভিন্ন ঘটনা।”


আরও পড়ুন: তামিমকে ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা


দল ঘোষণার পর অনেকটা সময় চুপ ছিলেন তামিম। তবে এবার তিনি মুখ খুলেছেন। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তামিম জানিয়েছেন, গত কয়দিনে যা যা ঘটেছে তা তিনি ভিডিও বার্তায় সবাইকে জানাবেন।


আরও পড়ুন: নিউজিল্যান্ডে বিধ্বস্ত হয়ে সিরিজ হারল বাংলাদেশ


তামিম সামাজিকমাধ্যম  ফেসবুক পেজে লিখেছেন, “আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।  গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে।  আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত- সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।”


জেবি/এসবি

এশিয়ান গেমসে শুটিংয়ে সোনা ভারতের


সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
🕐 প্রকাশ: ১১:৫৩ এএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত

চিনের মাটিতে ভারতীয় ক্রীড়াবিদদের জয়ের ধারা অব‍্যাহত রয়েছে।


বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) শুটিংয়ের ২ বিভাগে সোনা ও রুপো জিতেছে মহিলা দল। 


মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনার পদক এবং ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে এল রুপো।


আরও পড়ুন: তামিমকে ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা


এদিন মহিলা শুটিংয়ের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে প্রথম হলেন মানু ভাকর, ইশা সিং এবং রিদম সাংওয়ান। এনিয়ে চলিত এশিয়ান গেমসে চতুর্থ সোনা এল ভারতের ঝুলিতে। 


আরও পড়ুন: নিউজিল্যান্ডে বিধ্বস্ত হয়ে সিরিজ হারল বাংলাদেশ


অন‍্যদিকে, অশি চোকসি, মানিনি কৌশিক এবং শিফট কৌরসামরা দ্বিতীয় স্থানে শেষ করেন ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে।


জেবি/এসবি