সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার: ওমর সানী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩
ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়া বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন এই অভিনেতা। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুলেছেন তিনি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সানী।
ক্যাপশনে চিত্রনায়ক লিখেছেন, “সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাব, আর পারছি না রাষ্ট্র।”
আরও পড়ুন: জওয়ান পরিচালকের বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ অভিনেত্রীর
বর্তমান সময়ে দেশজুড়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূল্য। বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষেরা। মধ্যবিত্তরা অনেক কষ্টে কোনোভাবে ম্যানেজ করে চললেও নিম্নবিত্তদের জন্য যেন একেবারেই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। মূলত এ কারণেই আক্ষেপের সুরে স্ট্যাটাসটি দিয়েছেন সানী।
আরও পড়ুন: জায়েদ খানের ভক্ত পূজা চেরী!
সর্বশেষ ওমর সানীকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালনায় ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
জেবি/এসবি