মধ্যরাতে হঠাৎ রেলস্টেশনে নরেন্দ্র মোদি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মধ্যরাতে হঠাৎ রেলস্টেশনে নরেন্দ্র মোদি

গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারণসী ক্যান্টরেলওয়ে স্টেশনে পৌছান। মোদিকে সামনে পেয়ে রেল যাত্রীদের মধ্যে খুশির জোয়ারের সৃষ্টি হয়।

গভীর রাতে নিজের সংসদীয় এলাকায় সফরে বেরিয়ে মোদি ক্যান্ট স্টেশনের পর্যালোচনা করতে পৌঁছে ছিলেন। তিনি এক্সিকিউটিভ লাউঞ্জের ব্যবস্থা পরিদর্শন করেন এবং যাত্রীদের সুযোগ  সুবিধা এবং তাদের সবচেয়ে পছন্দের বিষয়ে খোঁজ নেন। 

শুক্রবার (৪ মার্চ) রাতে যাত্রীরা হঠাৎ প্রধানমন্ত্রীকে তার সামনে দেখে সবাই মোদি মোদি স্লোগান ও দেয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা এবং তার ভিডিও করার যেন প্রতিযোগিতা চলছিল। প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ লাউঞ্জ গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন। কূশাগড়া লাউঞ্জের পরিচালক জানান, প্রধানমন্ত্রী দুটো লাউঞ্জ ঘরে ছবি দেখেন। লাউঞ্জের কর্মীদের সাথে কথা বলেন নরেন্দ্র মোদি এবং গ্রাহকদের পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করেন।

এসময় প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালর জন্য প্রদর্শিত বেনারসি শাড়ি ও কাঠের খেলনাগুলি দেখেন। এরপর তিনি প্রশংসা করে লাউঞ্জ থেকে বেরিয়ে যান। প্রধানমন্ত্রী যখনই যাত্রী হলে প্রবেশ করেন তখনই সঙ্গে  সঙ্গে গোটা স্টেশন চত্বরে আলোড়ন সৃষ্টি হয়।

 জি আই/