ব্যাংককে ফুড মার্কেটে বন্দুক হামলা নিহত ৫, হামলাকারীর আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ব্যস্ত ফুড মার্কেটে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নারী। হামলার পর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেছেন।
সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে ব্যাংককের চাতুচাক এলাকার ওর তোর কোর মার্কেটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
আরও পড়ুন: ইরানকে হুঁশিয়ারি, খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের
সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওর তোর কোর মার্কেটে সোমবার এক বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, বন্দুকধারীর নাম নোই প্রাইডেন (৬১)। তিনি থাইল্যান্ডের নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা। হামলার পর মার্কেট ভবনের ভেতরে একটি বেঞ্চে তার মৃতদেহ পাওয়া যায়। তার পরনে ছিল কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস। মরদেহের পাশে থাকা ব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, নিহত পাঁচজনের মধ্যে চারজন ওই মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার। এছাড়া হামলায় আরও দুই নারী আহত হয়েছেন।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দুকধারী দৌড়ে প্রত্যক্ষদর্শীদের দিকে ছুটে যাচ্ছেন এবং নিরাপত্তারক্ষীদের নিথর দেহ মাটিতে পড়ে আছে।
আরও পড়ুন: পাকিস্তানে বাস খাদে পড়ে ৯ জন নিহত
থাই পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। তবে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে তদন্তকারী দল।
এদিকে, বিবিসি জানিয়েছে, হামলার উদ্দেশ্য এবং বন্দুকধারীর ব্যক্তিগত পটভূমি অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ওর তোর কোর মার্কেটটি ব্যাংককে তাজা ফল এবং সামুদ্রিক খাবারের জন্য প্রসিদ্ধ একটি বাজার।
এসডি/