অবশেষে ভেঙে গেল রাজ-পরীর সংসার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩
গেল বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী পরীমনি এবং চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজ। তাদের ঘর আলো করে আসে এক ছেলে সন্তানও। কিন্তু বছর গড়াতেই বিচ্ছেদের গুঞ্জন ওঠে এই দম্পতিকে নিয়ে। পরে বার বার তাদের মিল দেখা গেলেও অবশেষে বিচ্ছেদের গুঞ্জন সত্যি হলো।
চলতি সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ পরীমনি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: মাদাম তুসো মিউজিয়ামে এবার বসছে আল্লুর মোমের মূর্তি
এ বিষয়ে জানতে পরীমণি এবং শরিফুল রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: সাকিবের পাশে থাকার জন্য মিরাজকে ‘কাবিলা’র ধন্যবাদ
এর আগে ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।
জেবি/এসবি