বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজের আশা কিউই কোচের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩


বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজের আশা কিউই কোচের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে  ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে নিউজিল্যান্ড-বাংলাদেশ। বাংলাদেশের মতো এই সিরিজও কিউইদের জন্য বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। যদিও ইনজুরিমুক্ত থাকতে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকেই ছাড়াই তারা সিরিজ খেলতে এসেছে। বাংলাদেশের সঙ্গে একটি দুর্দান্ত ও রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশা করছেন নিউজিল্যান্ড কোচ লুক রঙ্কির।


আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নামার আগে আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির প্রধান কোচ রঙ্কি। তিনি জানিয়েছেন মিরপুরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টার কথা।


রঙ্কি বলেন, “টার্ন তো থাকবেই, এখানে এটা অনেক বড় ব্যাপার। কন্ডিশন বদলেছে। রানও আলাদা হবে এখানে। ইংল্যান্ডে অনেক বড় রান হয়েছে। ব্যাটিং করা সহজ ছিল, একটু কঠিন ছিল বোলারদের জন্য। এখানে একদম আলাদা হবে। হয়তো লো স্কোর হবে। অনেকটা ওল্ড স্কুল (সেকেলে) ওয়ানডে ফিরে আসবে। দ্রুত এখানে মানিয়ে নিতে চাই।”


আরও পড়ূন: নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির


বিশ্বকাপের আগে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ায় দুই দলের অধিকাংশ ক্রিকেটারই থাকছেন বিশ্রামে। তবুও রোমাঞ্চকর এক সিরিজের অপেক্ষাতে আছেন রঙ্কি। মিরপুরে গরমের আদ্রতা থাকলেও কঠোর অনুশীলনের মাধ্যমে সব মানিয়ে নেওয়ার চেষ্টার কমতি রাখতে চান না কিউই কোচ।


আরও পড়ূন: তানজিম সাকিবের ভুল স্বীকার, সতর্ক করল বিসিবি


রঙ্কি বলছিলেন, “এটা দুর্দান্ত সিরিজ হবে। নিউজিল্যান্ড থেকে আসা যে কারও জন্যই এখানে খেলা চ্যালেঞ্জ হবে। তবে আমার মনে হয় ছেলেরা এটাই চায়। এখানে আসা রোমাঞ্চকর, আশা করি ভালো দর্শকের সামনে খেলা হবে। এখানে কিছুটা গরম ও আদ্রতা আছে। এটা অনেক বড় ব্যাপার। তবে ছেলেরা ভালো অনুশীলন করেছে। যারা ইংল্যান্ড থেকে এসেছে, প্রথম দিন বিশ্রামে ছিল। কিন্তু ছেলেরা কঠোর পরিশ্রম করছে। প্রথম ম্যাচের জন্য যতটা সম্ভব প্রস্তুত হচ্ছে।”


জেবি/এসবি