রংপুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩


রংপুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা
ছবি: জনবাণী

রংপুরে গান, দলীয় নৃত্য, দলীয় সংগীত ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুর ছন্দ একাডেমি এন্ড রেকর্ডিং স্টুডিও এর আয়োজনে নগরীর পীরজাবাদে শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সুর ছন্দ একাডেমি সেরা কণ্ঠশিল্পী ও শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ’র শিক্ষার্থীরা। 


এসময় গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও কবি শরীফ আহম্মাদ এর রচিত জনপ্রিয়, মনোমুগ্ধকর অসাধারণ কিছু গান পরিবেশন করা হয়, যা দর্শকদের বিমোহিত করে। 


এসময় উপস্থিত ছিলেন সুর ছন্দ একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সামসুজ্জামান ভানু, শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ’র চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুর ছন্দ একাডেমির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লামিয়া। সার্বিক সহয়োগিতায় ছিলেন শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ।