এশিয়ান গেমসে সিঙ্গাপুরকেও গোলের মালা পরাল ভারত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসের বিধ্বংসী মেজাজে ভারতীয় হকি দল। উজবেকিস্তানকে ২দিন আগেই ১৬-০ উড়িয়ে দিয়েছিল হরমনপ্রীত সিংয়ের টিম। এর ২দিন পর আবার সেই অ্যাকশন রিপ্লে।
সিঙ্গাপুরকেও পরাল গোলের মালা। ১৬ গোল দিলেন মনদীপ সিং, ললিত উপাধ্যায়রা। তবে এবার ১ গোল হজম ও করতে হয়েছে হরমনপ্রীতদের। উজবেকদের বিরুদ্ধে জোড়া হ্যাটট্রিক ছিল।
আরও পড়ুন: ইমরান খানকে কারাগারে থাকার মেয়াদ বেড়েছে
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের বিরুদ্ধে জোড়া হ্যাটট্রিক হল। হরমনপ্রীত একাই করেন ৪ গোল। আর একটি হ্যাটট্রিক করেন মনদীপ সিং।
আরও পড়ুন: রাশিয়া-চীনের ১৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ভারতের পরের ম্যাচ শক্তিশালী জাপানের সঙ্গে। গতবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপান। শক্তিশালী জাপানের মুখোমুখি হওয়ার আগে এই জয় যে হরমনপ্রীত- অভিষেকদের মনোবল বাড়াবে তাতে কোন সন্দেহ নেই।
জেবি/এসবি