মারিউপলে অনবরত গোলাবর্ষণ করছে রাশিয়া সেনারা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মারিউপলে অনবরত গোলাবর্ষণ করছে রাশিয়া সেনারা

ইউক্রেনে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে দেশটির মারিউপল শহরে হামলা আরও জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। মারিউপলের মেয়রের বরাত দিয়ে রোববার ( মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি আলজাজিরা।

শহরের মেয়র ভাদিম বয়চেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার অবরোধের কারণে খুব কঠিন অবস্থায় রয়েছে মারিউপল। বার্তাসংস্থা এপিকে তিনি জানিয়েছেন, ‘শহরের আবাসিক এলাকাগুলোতে রুশ সেনাদের অবিরাম গোলাবর্ষণ চলছে। একইসঙ্গে রুশ যুদ্ধবিমান থেকেও আবাসিক এলাকায় বোমা ফেলা হচ্ছে।

তিনি আরও বলেন, খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণার পর শহর ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করার সময় নারী শিশুসহ বাসিন্দারা রুশ সেনাদের হামলার কবলে পড়ে।

বিবিসি বলছে, ইউক্রেনে আক্রমণ শুরুর পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরীকে ব্যাপক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ সামরিক বাহিনী। গত কয়েকদিন ধরে পূর্ব ইউক্রেনের এই শহরটি সবদিক থেকে বিচ্ছিন্ন করে রেখেছে রাশিয়া। অবরোধের সময় বিদ্যুৎ পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়