ফকির হযরত শাহ্’র কথায় রাজু মন্ডলের নতুন গান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩
সম্প্রতি রিলিজ হয়েছে গীতিকার ও সুরকার ফকির হযরত শাহ্’র কথায় রাজু মন্ডলের কন্ঠে ‘কার লাগিয়া কাঁদিস ওরে মন’ শিরোনামে একটি গান।
আধ্যাত্মিক ঘরানার এই গানটিতে সুর করেছেন আহমেদ শাকিল ও সংগীত আয়োজন করেছেন আহমেদ সজীব।
গানালয় ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হওয়া গানটি প্রসঙ্গে জানতে চাইলে ফকির হযরত শাহ্ বলেন, আমি বরাবরই মাটি ও মানুষের গান লিখতেই পছন্দ করি, এটিও তার ব্যতিক্রম নয়- আশাকরি এ গানটিও শ্রোতাদের কাছে ভালো লাগবে।
এর আগে ফকির হযরত শাহ্’র কথা ও সুরে গান গেয়েছেন দিলরুবা খান, ফকির শাহাবুদ্দিন, প্লাবন কোরেশি, কাজী শুভ, লায়লা, ইমন খান এবং সুমন বাপ্পীসহ আরও অনেক সিনিয়র এবং নবাগত কণ্ঠশিল্পী।
জেবি/এসবি