কিছু অঘটন হয়তো ঘটাতে পারে বাংলাদেশ: আকাশ চোপড়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

এবারের ওয়ানডে বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিচিত কন্ডিশন, ওয়ানডেতে নিয়মিত ভালো পারফরম্যান্স সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ক্রিকেটবোদ্ধারা বাংলাদেশকে একেবারে বাতিলের খাতায় দেখছে না। কারও চোখে বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া অবশ্য এই বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার খুব একটা সম্ভাবনা দেখছেন না।
আকাশের মতে, “সর্বোচ্চ কয়েকটি অঘটন ঘটাতে পারে বাংলাদেশ। কিন্তু এই দলের জন্য সেমিফাইনালে ওঠা কঠিন, এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বিভাগও। দু'জন ভালো অলরাউন্ডার মিরাজ ও সাকিব আছে। সত্যি কথা যদি বলি, সব কিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়। এই দল কত দূর যাবে? আমার তো মনে হয়, এই দল কোয়ালিফাই (সেমিফাইনাল) করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে।”
আরও পড়ুন: বাটলারের কণ্ঠে এবার অবসরের সুর
বাংলাদেশের জয়ের মূলমন্ত্র- দল হিসেবে ভালো খেলা। ভালো কিছু করতে হলে তাই বাংলাদেশের দল হিসেবে পারফরম্যান্সের বিকল্প দেখেন না তিনি।
আরও পড়ুন: ক্রিকেটকে বাঁচাতে মাশরাফীকে দায়িত্ব দেওয়া হোক: ওমর সানি
আকাশ বলেন, “ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।”
জেবি/এসবি