জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকার জন্য যা করলেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা ও মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। সম্প্রতি লিওনেল মেসির খেলা দেখতে এসে রিঅ্যাকশন দিয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। এবার সেই মেসির মুগ্ধতাতেই আবারো বন্দী হয়েছেন এ গায়িকা।
এবার লিওনেল মেসি সেলেনাকে আরও চমকে দিয়েছেন। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপজয়ী মেসি এবার মার্কিন গায়িকার সেলেনা গোমেজ ফাউন্ডেশনে দান করেছেন। মেসি তার একটি সই করা জার্সি সেলেনার ফাউন্ডেশনে দিয়েছেন।
চলতি বছরের এ অক্টোবর মাসেই মেসির জার্সিটি নিলামে তোলা হবে।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দুঃসংবাদ
জানা যায়, নিলামে মেসির এই জার্সিটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬ হাজার ডলার। অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই নিলাম কার্যক্রম। আয়োজকদের ধারণা, ভিত্তি মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হবে মেসির জার্সিটি। আর এখান থেকে পাওয়া অর্থ সেলেনা ব্যয় করবেন তরুণদের মানসিক স্বাস্থ্য সেবার পেছনে।
জেবি/এসবি