একদিনে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩
দেশে একদিনে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ২৫৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৪৪ জন ভর্তি হয়েছেন।
বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। এ বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ২৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫ হাজার ৮৬০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৭ জন।
আরও পড়ুন: জাপানের ডেঙ্গু টিকা ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
তাদের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩ হাজার ৯১৭ জন। সুস্থদের মধ্যে ঢাকায় ৮২ হাজার ২৪৬ এবং ঢাকার বাইরে ১ লাখ ২১ হাজার ৬৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেবি/এসবি