‘এই মুখ আর দেখাব না’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ৩ ফরম্যাটের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের এই পোস্টারবয় সাকিব হঠাৎ তার ভেরিফায়েড সামাজিকমাধ্যম ফেসবুক পেজে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন; যা নিয়ে নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে সাকিব লিখেছেন, “এই মুখ আর দেখাব না।” সঙ্গে নিজের একটি সেলফিও পোস্ট করেছেন সাকিব।
তবে কেন এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি, তা এখনো পরিষ্কার করেননি সাকিব।
আরও পড়ুন: বিশ্বকাপে সাকিবদের শুভকামনা জানালেন তামিম ইকবাল
সাকিবের এই স্ট্যাটাসে কমেন্টস বক্সে অনেকেই নানান মন্তব্য করছেন। কেউ আবার মনে করছেন, কোনো বিজ্ঞাপনের প্রচারণাও হতে পারে। তবে এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কেন হঠাৎ এমন স্ট্যাটাস তার জন্য হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন: আফিফের ঘূর্ণি জাদুতে সেমিতে বাংলাদেশ
এর আগেও রহস্যময় পোস্ট দিয়েছিলেন সাকিব। পরে দেখা গিয়েছিল সেটা ছিল একটা বিজ্ঞাপনের অংশ।
জেবি/এসবি