Logo

এবার শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মাদি

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৩, ০১:০৪
26Shares
এবার শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মাদি
ছবি: সংগৃহীত

মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে অনেক বড় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস। পশ্চিম এশিয়ার এই দেশটিতে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে অনেক বড় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নারী অধিকার আন্দোলনকারী নার্গিস মোহাম্মদি। 

বিজ্ঞাপন

নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

সংবাদমাধ্যমটি আরোও বলছে, নার্গিস মোহাম্মদি একজন ইরানী অধিকার কর্মী এবং ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান। এই সংস্থাটি ইরানের আরেক নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠা করেছিলেন।

বিজ্ঞাপন

২০১১ সাল থেকে মোহাম্মদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ দায়ে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD