টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

বিশ্বকাপে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। সোমবার (৯ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে গড়াবে ম্যাচটি। এই ম্যাচ টস জিতে নিউজিল্যান্ডকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস।
জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে নিউজিল্যান্ড। অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে কিছুটা হলেও ভোগান্তিতে ফেলা ডাচ বাহিনী চাইবে প্রথম জয় তুলে নিতে।
আরও পড়ুন: বিশ্বকাপে কোহলির নতুন রেকর্ড
এবারের বিশ্বকাপ আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমত উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দাপুটে জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচও ধরে রাখার আশা নিউজিল্যান্ডের। প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও হালকাভাবে নিচ্ছে না ব্ল্যাকক্যাপসরা। ডাচদের হারিয়ে সেমির পথে নিজেদের নিরাপদ রাখতে চায় কিউই বাহিনী।
আরও পড়ুন: ভারতকে ২০০ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
অপরদিকে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে। তবে ম্যাচটিতে হারলেও বাবর আজমদের বেশ ভুগিয়েছে ডাচ বোলাররা। ফলে দ্বিতীয় ম্যাচে চমক দেখানোর লক্ষ্য তাদের।
জেবি/এসবি