উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন: প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩


উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন; যখনই কোনো আঘাত এসেছে তখনই দলের লোকজন মানবঢাল বানিয়ে আমার জীবন রক্ষা করেছে। এমনটাই বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, “আমরা মুদ্রাস্ফীতি কিংবা অর্থনৈতিক মন্দার বাইরে নই। আমাদের ওপরও এসব ধাক্কা আসে। আর সব জিনিস তো আমরা তৈরি বা উৎপাদন করতে পারি না। এ কারণেই আমি সকলকে আহ্বান করেছিলাম কোথাও যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে। যে যা পারেন উৎপাদন করবেন। আমাদের খাদ্য আমরা নিজেরাই উৎপাদন করব।”


আরও পড়ুন: যত বড় নেতাই হোক, ওয়ারেন্ট থাকলেই গ্রেফতার: ডিবি প্রধান


তিনি আরও বলেন, “আপনারা জানেন দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ঘুরেছি। সেখানে দেখেছি দ্রব্যমূল্যের কী পরিমাণ দাম। আমাদের মানুষ দক্ষ। আমরা যদি চেষ্টা করি তাহলে নিজেদের খাবার উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারব। ইতোমধ্যে বিদেশে কিছুটা যাচ্ছে। এই খাদ্য কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি সে ব্যাপারেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা এভাবেই দেশের উন্নয়নের নিশ্চয়তা দিচ্ছি। তাছাড়া শিক্ষাদীক্ষা সবদিক থেকেই ব্যবস্থা নিচ্ছি। কমিউনিটি ক্লিনিকসহ ফ্রিতে ওষুধ দিচ্ছি। মানুষের কল্যাণে যা যা করার সবই করছি।”


আরও পড়ুন: ফায়ার সার্ভিসে চালু হলো স্মার্ট ইআরসিসি


মতবিনিময় সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।


জেবি/এসবি