আবারও বাংলাদেশের সিনেমায় বলিউডের রাহুল দেব


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩


আবারও বাংলাদেশের সিনেমায় বলিউডের রাহুল দেব
রাহুল দেব - ছবি: সংগৃহীত

বলি পাড়ার অভিনেতা অভিনেতা রাহুল। তিনি আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ সিনেমায় তিনি অভিনয় করবেন বলে জানা গেছে।  


এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন, আগামী বছরের ২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে।


ছবিটিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। যিনি ইমরান হাশমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলেগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। 


আরও পড়ুন: ছেলে ও নিজের জন্মদিনে কেক কাটবেন না অপু বিশ্বাস


এছাড়া আরও থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিওসহ অনেকে।


আরও পড়ুন: কেন ১০ কেজি ওজন কমিয়েছেন অপু বিশ্বাস?


এদিকে, বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।


রাহুল দেব এর আগে দেশের শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেন। 


জেবি/এসবি