হামাসের হামলা: নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে ২২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় আরও ৩১ সেনা হত্যার কথা স্বীকার করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এনিয়ে নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাই ল’ এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরাইলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরাইলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। ওই দিনই প্রথমবারের মতো আগে ইসরাইল হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: গাজায় নিহত বেড়ে ১২০০
এর আগে ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে এই হামলা চালায় হামাস।
তবে অনতিবিলম্বে ইসরাইলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ১২০০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে যা বললেন এরদোয়ান
এছাড়াও ইসরাইলের হামলায় ৫ হাজার ৬০০ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত আল জাজিরার দাবি, হামাসের হামলায় এরই মধ্যে ইসরাইলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। সেখানেও ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা
জেবি/এসবি