আসামে স্ত্রীর হাতে স্বামী খুন!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩
স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। এ চাঞ্চল্যকর নৃশংস ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের আসাম রাজ্যরে উত্তর করিমগঞ্জের নয়াবাড়ি এলাকায়।
জানা যায়, স্বামী-স্ত্রীর বিবাদের জেরেই শুক্রবার (১৩ অক্টোবর ) সকালে রান্নাঘরের মধ্যইে খুন হলেন নয়াবাড়ির অজয় নাথ (৪০)। রথীশ নাথের ছেলে অজয় নাথ, স্ত্রী সুদীপা নাথ ও সন্তানদের নিয়ে টিলাবাজার সংলগ্ন নয়াবাড়ি এলাকায় বসবাস করতেন।
অজয় নাথ এএসইবি বিভাগের স্বেচ্ছায় অবসর কর্মী। অজয় নাথের স্ত্রী সুদীপা নাথ হামানদিস্তা দিয়ে স্বামীর মাথার পেছন দিকে আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু ঘটে অজয় নাথের।
এমন অভিযোগ মৃত অজয় নাথের বাবার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নয়াবাড়ি এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
তার স্ত্রী সুদীপা নাথকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পুলিশ তদন্ত করছে।
আরএক্স/