Logo

এবার সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৩, ২৩:০২
43Shares
এবার সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

এর আগে তিনি আরও ৪টি দেশে যান। জানা গেছে, সৌদি আরব ভ্রমণ শেষে আরও একটি দেশে যাবেন।

বিজ্ঞাপন

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে আরব রাষ্ট্রগুলো সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

ইসরাইলে হামাসের আক্রমণের পরপরই ইসরাইল সফর করেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সফরের অংশ হিসেবে এবার তিনি পৌঁছেছেন সৌদি আরবে। 

বিজ্ঞাপন

এর আগে তিনি আরও ৪টি দেশে যান। জানা গেছে, সৌদি আরব ভ্রমণ শেষে আরও একটি দেশে যাবেন।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চান আরব রাষ্ট্রগুলো হামাসের নিন্দা করুক। তাছাড়া আরব রাষ্ট্রগুলোকে সংযত রাখাও তার অন্যতম উদ্দেশ্য। তবে এরই মধ্যে ইসরাইলি হামলার সমালোচনা করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে সাধারণ নাগরিকদের ওপরর হামলার বিষয়ে।

বিজ্ঞাপন

জানা যায়, সৌদি সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশর যাবেন। সেখানে তিনি মানবিক করিডর তৈরির বিষয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

গেল ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামলায় এ পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। দেশটিতে সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে ২৬৫ জন। এছাড়াও পুলিশ সদস্য নিহত হয়েছে কমপক্ষে ৪৮।

বিজ্ঞাপন

অপরদিকে, ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০। আহত হয়েছে প্রায় ৭ হাজার ৭০০ জন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD