প্রেমিকের বাড়িতে জাহ্নবী, বাইরে বেরিয়ে মুখ লুকালেন তিনি!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩


প্রেমিকের বাড়িতে জাহ্নবী, বাইরে বেরিয়ে মুখ লুকালেন তিনি!
জাহ্নবী কাপুর

বলি পাড়ায় জোর গুঞ্জন শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর! ২০২২ সালের শেষের দিকে নাকি একে অপরের সঙ্গে ডেট করছেন তারা। তবে তাদের ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) শিখর পাহাড়িয়ার বাড়ি থেকে বের হতে গিয়েই পাপারাৎজির ক্যামেরাবন্দি হন জাহ্নবী কাপুর।


এদিন  নিজের গাড়ির ভেতর খুব ক্যাজুয়াল আউটফিটে দেখা পাওয়া গেছে এ অভিনেত্রী। যদিও ছবি তোলা দেখে গাড়ির ভেতর থেকে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন জাহ্নবী। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। 


আরও পড়ুন: অঞ্জন দত্তের ওয়েভ সিরিজে তমা মির্জা


তারপর অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে জাহ্নবী কাপুর। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর গত বছরের অক্টোবরের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তারপর এ জুটির পুরোনো প্রেম চর্চায় পরিণত হয়। এবার প্রেমিকের বাসায় গিয়ে ক্যামেরা দেখে মুখ লুকালেন এই নায়িকা।


জেবি/এসবি