ভারত-পাকিস্তান ম্যাচে সোনার আইফোন হারালেন উর্বশী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩
চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে ছিল আলাদা উন্মাদনা। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ ছিল।
সাধারণ দর্শকদের পাশাপাশি সেখানে বলিউড তারকাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। ভারতকে সমর্থন জোগাতে এদিন মাঠে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
সেখানে চলতি ম্যাচে তাকে নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। তবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে এবার বিপাকে পড়েছেন তিনি। সেখানে এই বলিউড অভিনেত্রী হারিয়ে ফেলেন নিজের সোনায় মোড়ানো আইফোন।
আরও পড়ুন: সস্ত্রীক ছুরিকাঘাতে খুন হলেন বিখ্যাত ইরানি পরিচালক
রবিবার (১৫ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন উর্বশী। তিনি লিখেছেন, “২৪ ক্যারেট সোনার আইফোন আমি হারিয়ে ফেলেছি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদি কেউ এটির খোঁজ পেয়ে থাকেন, আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।”
আরও পড়ুন: জয়া আহসানের ছবির পোস্টার শেয়ার দিয়ে যা বললেন অজয়
নিজের পোস্টে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন এই বলিউড উর্বশী। সেখানে ফোনটি দ্রুত খুঁজে বের করে দেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধও করেছেন তিনি।
জেবি/এসবি