রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩


রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
ছবি: জনবাণী

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। 


রবিবার (১৫ অক্টোবর) রাজস্থানের দুঙ্গারপুর জেলায় এ  দুর্ঘটনা ঘটে। 


জানা যায়, লরিটির ব্রেক ফেল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিতে জোরে ধাক্কা মারে। তাতেই জাতীয় সড়কে উল্টে পড়ে গাড়িটি। তাতে ২১ জনযাত্রী ছিলেন। কয়েকজন গাড়ির মাথাতেও বসেছিলেন। তাঁরা গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।


আরও পড়ূন: গাজা দখল করলে ইসরাইল ‘বড় ভুল’ করবে: বাইডেন


ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে গাড়ির চালকের। মৃতদের মধ‍্যে ৪ জনকে শনাক্ত করা গেলেও বাকিদের শনাক্ত করা যায়নি। 


আরও পড়ূন: গাজায় ৫ ঘণ্টার যুদ্ধবিরতি


গুরুতর আহত অবস্থায় ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


জেবি/এসবি