পুনের রাস্তাতে যমজ ২ বোনের মৃত্যু, আহত বাবা-মা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩
মাত্র ৩ বছর বয়সের যমজ ২ বোনের মৃত্যু হল রাস্তাতেই। গুরুতর আহত তাদের বাবা-মা। ভয়াবহ এই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনে রোডে।
সোমবার (১৬ অক্টোবর ) সন্ধ্যায় পুনের বিশ্বান্তিওয়াড়ি চকে একটি পেট্রোল ট্যাংকারের সঙ্গে ধাক্কা লাগে বাইকের। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ শিশুর।
পুলিশ জানিয়েছে, সতীশ কুমার ঝাঁ (৪০) তার স্ত্রী এবং ২ শিশু কন্যাকে নিয়ে যাচ্ছিলেন বাইকে। পথে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন তিনি। ট্রাফিক সিগন্যাল খুলে যেতেই আচমকা পিছন থেকে পেট্রোল ট্যাংকার এসে সজোরে ধাক্কা মারে তাঁর বাইকে।
রাস্তায় থাকা সিসিটিভিতে ধরা পড়েছে ভয়াবহ এই দুর্ঘটনার দৃশ্য। স্থানীয়রা তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যায়।
সতীশ কুমার আহত কম হলেও, তার স্ত্রী গুরুতর আহত। এই মুহূর্তে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
আরএক্স/