টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে টস হতেও অনেকটা দেরি হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও টসই করা হয়েছে তিনটার পরে।
এবার সবকিছু ঠিকঠাক থাকলে সাড়ে ৩টায় মাঠে গড়াবে দুই দেশের লড়াই। ডাচদের বিপক্ষে একজন অতিরিক্ত বোলার নিয়ে মাঠে নামছে প্রোটিয়ারা।
আরও পড়ুন: আবারও বাবা হলেন অভিনেতা জিৎ
নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে টেম্বা বাভুমার দল। বিপরীতে ডাচরা এখনো কোনো জয়ের দেখা পায়নি।
জেবি/এসবি