মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পর্বে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

বসুন্ধরা কিংস আরেনায় বিশ্বকাপ প্রাক বাছাইয়ের ম্যাচের দ্বিতীয় লেগে মালদ্বীপের বিপক্ষে ১-২ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলেও জয় নিয়েই মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা। ম্যাচের ১১ মিনিটে বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেছিলেন রাকিব। আর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি আসে ফাহিমের পা থেকে। এর আগে, মালদ্বীপের মালেতে প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় লিড পায় বাংলাদেশ। এ সময় সাদ উদ্দিনের বাড়িয়ে দেয়া বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি সেখান থেকে রাকিব হোসেনকে বাড়িয়ে দেন কাটব্যাক করে। রাকিব দুর্দান্ত প্লেসিং শটে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।
আরো পড়ুন: টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা
ম্যাচের ২৯ মিনিটে মিনিটে আরও একটি গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব। গোলরক্ষককে একা পেয়েছিলেন। শটও নিয়েছিলেন। কিন্তু মালদ্বীপের গোলরক্ষক তার ডান পা বাড়িয়ে দিয়ে রুখে দেন বল। রাকিব হন গোল বঞ্চিত।
তবে ম্যাচের ৩৬ মিনিটে সমতা ফেরায় মালদ্বীপ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়ান ইব্রাহিম হাইসাম। এরপর উভয় দল আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।
জেবি/এসবি