ভারতে বাজি কারখানা বিস্ফোরণে ৯ মহিলাসহ নিহত ১৮!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩
শারদীয়া দুর্গা উৎসবের আবহে আতশবাজির তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশীর একটি আতশবাজি তৈরির কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এই দুর্ঘটনাটি সংগঠিত হয়। পাশাপাশি এদিন রেড্ডিয়াপট্টি এলাকায় একটি কারখানায় বিস্ফোরণ হয়। জোড়া এই ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। যার মধ্যে অন্তত ৯ জন মহিলা রয়েছেন বলে খবর। বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।
জানা যায়, ওই আতশবাজির স্যাম্পেল টেস্ট করার সময় এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে প্রকাশ, ওই কারখানার বৈধ লাইসেন্স ছিল। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন গভীর শোকপ্রকাশ করেছেন। বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এই জোড়া বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। এত মানুষের মৃত্যু, স্বজন হারানোর বেদনায় আর্তনাদ পরিবারের সদস্যদের।
আরএক্স/