শিলচরে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ কিশোর


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩


শিলচরে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ কিশোর
অন্নপূর্ণা ঘাট

গোসল করতে গিয়ে বরাক নদীতে তলিয়ে গেল ২ কিশোর। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে এই ঘটনাটি ঘটেছে আসামের শিলচর অন্নপূর্ণা ঘাটে। ২ কিশোর সুমিত হাজাম (১৫) ও সমীর হাজাম (১২) সম্পর্কে তুতো ভাই। শিলচর শ‍্যামাচরণ দেব বিদ‍্যাপীঠের পড়ুয়া সুমিতের বাড়ি মূলত ধোয়ারবন্দ এলাকার বড়জালেঙ্গা এলেনপুরে। 


ওরিয়েন্টাল স্কুলের পড়ুয়া  সমীরের বাড়ি তারাপুর স্টেশন রোডে। সুমিত মূলত এলেনপুরের বাসিন্দা হলেও তার মায়ের মৃত্যু হওয়ায় দীর্ঘদিন ধরে রয়েছে তারাপুর স্টেশন রোডে মামা রাজু হাজামের বাড়িতে। সমীর রাজু হাজামের ছেলে। 


এদিন দুপুরে ২ ভাই রেল কলোনি এলাকার অন‍্য ২ কিশোরের সঙ্গে বাড়ির কাছেই অন্নপূর্ণাঘাটে বরাক নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে তলিয়ে যায় ২ ভাই। প্রত‍্যক্ষদর্শীরা জানান, সমীর (১২) গোসল করতে করতে জলে তলিয়ে যেতে শুরু করলে সুমিত তাকে বাঁচাতে যায়। 


সেও সঙ্গে তলিয়ে যায়। ঘটনার পর এনডিআরএফ এবং এফডিআরএফ জওয়ানরা ব‍্যাপক তল্লাশি চালালেও ২ জনের সন্ধান মেলেনি। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/