ম‍্যাঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩


ম‍্যাঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ছবি: জনবাণী

ভারতের কর্নাটকের ম‍্যাঙ্গালুরু শহরে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে থাকা একটি গাড়ি আচমকা উঠে পড়ল ফুটপাতে। চোখের নিমেষে পিষে দিল পথচারী ৫ জনকে। 


এই ঘটনায় এক তরণীর মৃত্যু হয়েছে। আহত ৪ নাবালিকার অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাড়ির চালককে। 


পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার (১৮ অক্টোবর ) বিকাল ৪ টায় দুর্ঘটনাটি ঘটে ম‍্যাঙ্গালুরুর লেডিহিল এলাকায়। নিয়ম মেনে পেডেস্ট্রিয়ান স্ট্রিটের ফুটপাত দিয়ে হাঁটছিলেন পথচারীরা। তখনই আচমকা বেপরোয়া গাড়ি উঠে পড়ে ফুটপাতে। চোখের নিমেষে ৫ জনকে পিষে দেয়। 


এই ঘটনায় মৃত্যু হয়েছে তরুণী রুপেশ্বরী (২৩)। গুরুতর আহত হয়েছে ৪ জন নাবালিকা। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়ংকর দুর্ঘটনার পরেও দাঁড়াননি গাড়ির চালক। পালিয়ে যান তিনি। 


এ ঘটনার খবর পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা হয়। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত চালক কমলেশ বলদেবকে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ।


আরএক্স/