ভারতের বিপক্ষ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচেবৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। এদিন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে ম্যাচটি। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
ভারতের বিপক্ষে আজ খেলছেন না টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
ভারতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগারদার। সাকিবের জায়গায় দলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তার জায়গায় এসেছেন হাসান মাহমুদ। এদিকে অপরিবর্তিত আছে ভারত একাদশ।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টি হতে পারে
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আরও পড়ুন: বিশ্বকাপজয়ী রোনালদিনহো এখন ঢাকায়
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
জেবি/এসবি